১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মো. আনোয়ার হোসেন,মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি সদস্যকে পরিকল্পিত ভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্যের নাম মো: আবুবকর। তিনি উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।আহত ইউপি সদস্যকে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
গতকাল শনিবার সকাল ৯ টায় বড়কান্দা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। ইউপি সদস্যের পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মত আবুবকর তার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলার মানিকার চর বাজারে আসার জন্য বাড়ি থেকে বের হয়ে বড়কান্দা চৌরাস্তা এলাকায় এলে পূর্বে থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা লোকালয়ের সামনে দেশীয় অস্ত্রের আঘাতে গুরতর আহত করে।
এ বিষয়ে বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপনের মুঠোফোনে ফোন ও ক্ষুদে বার্তা পাঠালেও ফোন রিসিভ করেননি।
মেঘনা থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি বিষয় টি পর্যবেক্ষণ করছি এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নিবো।
Leave a Reply