1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  3. mahtabur0@gmail.com : Daily Sobuj Bangladsesh : Daily Sobuj Bangladsesh
  4. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
মেঘনায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা করায় এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক সবুজ বাংলাদেশ

২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:২৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

মেঘনায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা করায় এলাকাবাসীর মানববন্ধন

মেঘনায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা করায় এলাকাবাসীর মানববন্ধন

মো.আনোয়ার হোসেন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর উপর বর্বরোচিত চিহ্নিত সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই,২০২৩) সকালে উপজেলা বাসস্ট্যান্ড মেঘনা উপজেলা শাখার ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমরা মেঘনাবাসি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, গত (৮ জুলাই, ২০২৩) শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাইকে করে মেঘনা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হলে বড়কান্দা চৌরাস্তায় বাইক থামিয়ে অতর্কিত হামলা করে বড়কান্দা গ্রামের জলারপাড়ের চিহ্নিত সন্ত্রাসী সহ অজ্ঞাত কয়েকজন মিলে হকিস্টিক ও সুইচগিয়ার দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে আহত ইউপি সদস্যকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য  কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে আবু বক্কর সিদ্দিক মেম্বার চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ নং বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের ৮ জন আসামি ও ৫/৬ জনকে অজ্ঞাত করে উক্ত বিষয়ে ভিক্টিম আবু বক্কর মেম্বারের বোন বিউটি বাদী হয়ে মেঘনা থানায় জি.আর-৫২/২০২৩ইং মোকদ্দমা দায়ের করেন। আসামিরা হলেন, ১.মো.রফিকুল ইসলাম ওরফে রবি (৫৫), পিতা-মৃত ইদ্রিস আলী।২.মো.আল-আমিন (৩০), পিতা-রফিকুল ইসলাম ওরফে রবি। ৩. নিলয় শাহা (২২), পিতা-লোকনাথ শাহা। ৪.মো.রিয়াদ (২৩), পিতা-হৃদয়। ৫.মো.আফজাল (৩০), পিতা-মৃত হোসেন বেপারী। ৬.লোকনাথ শাহা (৫৫), পিতা-হরি চন্দ্র শাহা। ৭.পলাশ চন্দ্র (২৪), পিতা-লোকনাথ শাহা। ৮.রুহুল আমিন (২৫), পিতা-রফিকুল ইসলাম ওরফে রবি।

বাদী পক্ষের নিয়োগকৃত আইনজীবী অ্যাডভোকেট আবির হাসান সোহেল এর সাথে মুঠোফোনে মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, মামলার মোট আসামি ৮ জনের মধ্যে গত ১১/০৭/২৩ ইং রোজ মঙ্গলবার ৬ জন আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ নং আসামী মোঃ আল আমিন , ৪ নং মোঃ রিয়াদ ও ৮নং রুহুল আমিনের জামিন আবেদন না-মন্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এবং ১নং আসামী রফিকুল ইসলাম ওরফে রবি সহ ৩ জনের জামিন মন্জুর করেন।

এ বিষয়ে বাদীনির সাথে যোগাযোগ করলে বাদিনী জানায়, তার ভাই মোঃ আবু বক্কর মেম্বারকে চিরতরে হত্যার উদ্দেশ্যে ১নং আসামি রবির হুকুমে রবি সহ সকল আসামী বেপরোয়া হয়ে গুরুতর জখম করে। ১নং আসামি জামিনে এসে আরো বেপরোয়া হয়ে গেছে। বর্তমানে তার ভয়ে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিনা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ৫ নং বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রিপন, মেঘনা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশন’র সভাপতি – মো. মাহাবুব শিকদার সহ উক্ত ইউনিয়নের সকল সদস্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »