৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৫৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মেঘনা উপজেলায় নদী পথে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে চালিভাঙ্গা ফাঁড়ির নৌ-পুলিশ। জব্দ করেছে প্রায় পাঁচশত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নুনেরটেক গ্রামের মতব আলীর ছেলে নবী হোসেন (৩০) ও একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে হোসেন আলী (৪০)।
মঙ্গলবার (১৭ অক্টোবর, ২০২৩) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই ফকরুল হাসান’ সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন। ওই সময় উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামের উত্তর পাশে মেঘনা নদীতে তারা সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরতে থাকে। পথিমধ্যে তাদেরকে গ্রেফতার করে নো-পুলিশ।
এ ব্যাপারে চালিভাঙ্গ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, ‘কারেন্ট জালগুলো ইলিশ মাছ ধরার জন্য নদীতে পাততে দেখে আমি তাদের ২ জনকে গ্রেফতার করি। জব্দ করি নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা। আসামিদের মৎস আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। তবে জব্দকৃত নৌকা ও জালের ব্যাপারে আদালতের সিদ্ধান্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply