২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । দুপুর ২:০২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির দ্বিতীয় দিনের বিশেষ অভিযান চালানো হয়েছে মেঘনা নদীতে। জব্দ করা হয়েছে প্রায় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।
শুক্রবার (১৩ অক্টোবর, ২০২৩) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই ফকরুল ইসলাম’ সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের উত্তর পাশে মেঘনা নদীতে কয়েকজন জেলে নিষিদ্ধ কারেন্ট জাল নদীতে পাততে দেখা যায়। পথিমধ্যে নৌ-পুলিশের নজরে আসলে তারা পুলিশ দেখে নদীতে জাল পেতে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের হিসাবে জব্দ করা হয় আনুমানিক বিশ হাজার টাকার কারেন্ট জাল। অন্যদিকে আশেপাশের জেলেরাও নৌ-পুলিশের উপস্থিতি দেখে আগে থেকেই পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল রামপুর বাজারের ঘাটে নিয়ে এসে পুড়ে ফেলা হয়।
জানা যায়, এই চৌকস পুলিশ অফিসার মো. ছাইফুল ইসলাম এ ফাঁড়িতে যোগদানের পর থেকে বিগত দুই মাসের মধ্যে নদী পথের চাঁদাবাজি, অবৈধ ঝোপ সহ বিভিন্ন অনিয়ম বন্ধ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে চালিভাঙ্গ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম দৈনিক সবুজ বাংলাদেশ’কে বলেন, ‘কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। আমাদের দেখে তারা তড়িঘড়ি করে পালিয়ে যায়। তবে কারেন্ট জাল ও নদীতে বিভিন্ন অনিয়মের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের একটি টিম ভিন্ন ভিন্ন সময় নদীতে দায়িত্ব পালনে অব্যাহত থাকবে।
Leave a Reply