১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:১২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মো. আনোয়ার হোসেন:
কুমিল্লার মেঘনা উপজেলায় আসামিদের ছাড়িয়ে নিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুক্রবার ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ওমরাকান্দা এলাকা থেকে টহলরত পুলিশ ১টি মোটরসাইকেল, ১টি অটোসহ ৬ যুবককে আটক করে থানায় নিয়ে আসলে দুপুর ১২ টার দিকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিস্তারিত জানতে উপ পরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে কথা বলুন। আটকৃতরা হলেন রাধানগর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ইমন (১৮), রাসেল (১৬), আহাম্মদ (১৬), আবু সাঈদ (১৮), রাব্বি (১৮) হাসান (১৮)।
এ বিষয়ে উপ-পরিদর্শক আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, গত কয়েকদিন যাবত ওমরাকান্দা ব্রিজ এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি দুটি পিকআপ ভ্যান চুরি হয়। তাই আজ রাতে আমি এবং আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ওমরা কান্দা ব্রিজ এলাকায় টহল দিচ্ছিলাম এ সময় একটি মোটর সাইকেল ও অটো আসতেছিল, পরবর্তীতে ইশারা দিয়ে থামিয়ে দেখি ৬ জন ১৬-১৮ বয়সী ছেলে। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান মজিবুর রহমান ওসি স্যারের সাথে কথা বলে চেয়ারম্যান সাহেব প্রয়োজনে যে কোন সময় আটককৃতদের হাজির করা হবে মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে নিয়ে যান। এদিকে ৬ জনের দুজন স্কুল ছাত্র ছিলেন।
এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ওরা আমার এলাকার বাসিন্দা। আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, ওরা ভালো লোক, তাই আমার জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসছি।
Leave a Reply