
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেঘনা উপজেলায় পুলিশি অভিযান চালিয়ে ধরা পড়লো প্রায় ৭৮ কেজি গাঁজা ও একটি খয়েরী রঙের প্রাইভেটকার।
গত (২ মে,২০২৩) মঙ্গলবার ওসি ছমিউদ্দিনের নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) উজ্জ্বল চন্দ্র সূত্রধর সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় চেক পোস্ট পরিচালনা করা হয়। এমন সময় মাদকবাহী একটি প্রাইভেটকার সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে মানিকারচর বাজারের দিকে অগ্রসর হতে থাকে। উক্ত প্রাইভেটকারটি ধাওয়া করে মাতাবেরকান্দি সাকিনের জনৈক দায়েন সরকারের বাড়ীর পশ্চিম পার্শ্বে মাতাবেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গাঁজা সহ রাত ১১:৫০ ঘটিকার সময় উক্ত গাড়িটি আটক করা হয়। পরে ২ জন মাদক কারবারী আসামি গাড়ি রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি ছমিউদ্দিন বলেন, অজ্ঞতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply