৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:৩৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের পিতা-মাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেঘনা প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল আলম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুছ সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, মানিকার চর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন, চন্দনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দীন মিয়া, মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইসমাইল হোসেন মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মহসিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ইমাম হোসেন, নির্বাহী সদস্য আলাউদ্দিন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হোসেন, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ মুক্তি, মমিনুল ইসলাম, নাইমুল ইসলাম শহিদ ও নাজিমুদ্দিন ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের মা ও বাবা ১৭ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার তার বাবা মায়ের মৃত্যুতে যারা সমবেদনা জানিয়েছেন সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চেয়েছেন ও ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
Leave a Reply