৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ২:৩২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার শহীদ আরআই আব্দুল হালিম মিলনায়তন, পুলিশ লাইন্সে ‘মাসিক কল্যাণ ও অপরাধ নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে,২০২৩) সকাল ১১টার সময় এ সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার স্বীকৃতি স্বরূপ মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত অর্থ কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের নিকট হতে দুই ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দন ও এসআই আব্দুল আজিজ।
উল্লেখ্য, টিম মেঘনা থানা চলতি বছরের জানুয়ারি থেকে মে-২০২৩ইং পর্যন্ত সর্বমোট ৫৪০ কেজি গাঁজা ও ৩২০ বোতল ফেনসিডিল এবং উল্লেখযোগ্য পরিমান ইয়াবা উদ্ধারে সক্ষম হয়েছে। তবে মেঘনা থানা হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ পরিমান মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এব্যাপারে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, এই অর্থ মেঘনা থানার অফিসার ফোর্সদের উন্নত মানের খাবারের পেছনে ব্যয় করা হবে। এই কৃতিত্ব মেঘনা থানার সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।
Leave a Reply