২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ভোর ৫:০৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার “মেঘনা উপজেলা প্রেসক্লাব”এর দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক আজকের পত্রিকার মেঘনা প্রতিনিধি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার মেঘনা প্রতিনিধি, মুহাম্মদ শহিদুজ্জামান রনি সাধারণ সম্পাদক পূণরায় নির্বাচিত হয়েছে ।
১৬ই ডিসেম্বর শনিবার সন্ধা৭ টার দিকে ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. ইসমাইল হোসেন মানিক গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে মুহাম্মদ শহিদুজ্জামান রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে সভাপতি প্রার্থী সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মালেক ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব প্রার্থী থাকায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ১৪টি ভোটের মধ্যে ১২টি ভোট কাষ্ট হয়। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ১০ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মো.ইব্রাহীম খলিল মোল্লা, জাকির হোসেন, মহসিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, নাইমুল ইসলাম শহীদ, মিজানুর রহমান, মমিনুল ইসলাম, হাসান মাহমুদ মুক্তি, নাজিমুদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।
Leave a Reply