১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:২৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
কাউসার, মেহেরপুর থেকে:
মেহেরপুরে গাংনীতে থানা পুলিশের একাধিক অভিযানে ৬৩০ বোতল ফেনসিডিল,১৫০ গ্রাম গাঁজা ও চার গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃতরা ব্যাক্তিরা হলো কাজিপুর মধ্যপাড়ার এলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম(৪০), সহড়াতলার আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুসা (৪৩), সাহারবাটি ভাটপাড়ার কাবুল হোসেনের ছেলে কাজল (২০) ও খাসমহল গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: পল্টু মিয়া (৪১)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, আজ বৃহষ্পতিবার সিমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে এসময় সাহাজুল ইসলামকে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এছাড়াও আজ সকাল ০৯.৪৫ মিনিটের দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে মশিউর রহমান মুসাকে ৭০ বোতল ফেনসিডিল, বুধবার দিনগত রাত ১১.৩০মিনিটের সময় ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ মো:পল্টুকে আটক করা হয়। আটককৃতরা সকলেই এলাকার চিহ্নিত মাদক পাচারকারী। এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত থেকে মাদক পাচার করে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মেহেরপুর।
Leave a Reply