১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:৪৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ মিয়ারুল (৫৫) নামের এক অটো চালককে আটক করেছে।
গতকাল ২০ শে জুন বৃহস্পতিবার দিবাগত রাত ০৯.৪৫মিনিটের দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর বাজার মোড়ে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক মিয়ারুল ইসলাম সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত শামসুর রহমান ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকা হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের একটি বড় চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (২০ জুন) রাত ০৯.৪৫ মিনিটের দিকে নুরপুর বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নুরপুর বাজারে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে অটো চালক মিয়ারুল ইসলামকে আটক করেন। এ সময় তার লুঙ্গির নিচে বিশেষ কায়দায় তলপেটে রাখা সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ঘটনাস্থল থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত তিন চাকা বিশিষ্ট একটি ব্যাটারিচালিত অটোগাড়ী জব্দ করা হয়। আটককৃত মিয়ারুল ইসলামের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
Leave a Reply