১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:২২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিসিডিবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। পিএফজির এ্যাম্বসেডর মোঃ আসাদ আলীর সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুল আলিম শেখের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস এম শফিকুর রহমান।
সভায় জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেব মোহনপুর পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে আব্দুল আলিম শেখকে কোঅর্ডিনেটর ও মোঃ আসাদ আলী, মোঃ ইলিয়াস হোসেন,মোছাঃ বানেছা বেগম এবং মোছাঃ সিমা খাতুন কে এম্বাসিডর করে মোহনপুর পিএফজি গঠনতন্ত্র অনুযায়ী পুনর্গঠন করা হয়েছে।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন,দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, এম আই পি এস প্রকল্পের ফিল্ড কর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। আগামী তিন মাসের পরিকল্পনা করে সভাপতিির সমাপনের বক্তব্যর মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ হয়েছে।
Leave a Reply