৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৩১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে ।
আজ শনিবার বিকেলে উত্তর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি। এ সময় অতরর্কিত ভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ইট,পাটকেল ছুরে মারে। অপরদিকে ট্রাক আফিস প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, বিএনপির শান্তি পূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে মঞ্চ ও ৮০ টি চেয়ার ভাংচুর করা হয়েছে।
Leave a Reply