৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ময়মনসিংহের ফুলপুরে ঝোপের ভেতর থেকে বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর পচা গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের বওলা কোকাইল রোডের দারোগা বাড়ির পারিবারিক কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তারা আজ সকালে পচা দুর্গন্ধ পেয়ে দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে ফুলপুর থানার ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় গ্রাম পুলিশ হাসান আলী গংয়ের সহায়তায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন।এই ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত সেই নারীর পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে (ওসি,তদন্ত)আব্দুল মোতালিব চৌধুরী বলেন,আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি।সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply