২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৩:৫২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
মাসুদ রানা, জন্ম ১৯৭৯ সালে ২৮ মার্চ নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো সিনেমায় কাজ করবেন। বড় হয়ে এফডিসিতে টুকটাক আসাযাওয়া। পরিচয় হয় ডান্স ডিরেক্টর আজিজ রেজার সঙ্গে। তখন নায়ক-নায়িকাদের আশপাশে ডান্স করার সুযোগ হয় মাসুদ রানার। সেসময় পরিচয় হয় তার সহশিল্পী রাত্রির সাথে। রাত্রিও নায়িকাদের সাইডে ডান্স করতেন।
ঢাকায় মাসুদ রানার থাকার কোন স্থান ছিলোনা। রাত্রি তখন তার বাসায় মাসুদ রানার থাকার ব্যবস্থা করেন। বড় বড় পরিচালকদের সাথে মাসুদ রানাকে পরিচয় করিয়ে দেন। তখন থেকে শুরু রাত্রির সাথে মাসুদ রানার প্রেম। সেই প্রেম থেকে আসে রাত্রির গর্ভে সন্তান। ঐ সন্তানের নাম রাখা হয় রাহুল খান। (রাহুল খানের বয়স বর্তমানে ২০/২১ বছর) এরই মধ্যে চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ আসে মাসুদ রানার। পরপর বেশ কয়েকটি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয়ও করেন মাসুদ। এরপর পরিচিতি, সুনাম, খ্যাতি অর্জন করায় রাত্রি এবং রাহুল খানকে ছিটকে ফেলে দেয় মাসুদ রানা থেকে হয়ে যাওয়া শাকিব খান। রাত্রির বক্তব্যে জানা যায় তাদেরকে পরিচয় না দিলেও সন্তান রাহুল খান এবং রাত্রির খরচ দিতো শাকিব। কিন্তু অপু বিশ্বাসের সাথে জড়ানোর পর থেকে নাকি সে খরচ টুকুও দেয়া বন্ধ করে দেন খান সাহেব। শাকিবের প্রথম সন্তান রাহুল খান, দ্বিতীয় সন্তান আব্রাহাম খান জয়, তৃতীয় সন্তান শেহজাদ খান বীর। এই হলো আমাদের হিরোর জীবন।
Leave a Reply