১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৩৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন ডেস্ক॥
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত ২০০৩ সালে ‘খোয়াহিশ’ ছবিতে প্রথম নজর কাড়েন। তার পরের বছরই ‘মার্ডার’ ছবিতে সাহসী চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। সেই সময় যথেষ্ট হেনস্তাও হতে হয় তাকে। একটা সময় মানসিক চাপ মাত্রা ছাড়ালে দেশত্যাগ পর্যন্ত করতে হয়েছে বলেও জানান তিনি। কেমন করে নিজেকে সামলালেন তিনি ওই কঠিন পরিস্থিতিতে? মল্লিকা বলেন, আমি দেশ ছেড়ে চলে যাই। এভাবেই সামলাই নিজেকে। গণমাধ্যম এবং জনসাধারণের একটি অংশের কাছে অপদস্থ ও হেনস্তা হতে হয়। তখন স্রেফ দেশ ছেড়ে পালিয়ে যাই।
অসম্ভব মানসিক চাপ নিতে পারিনি। আমার মন ভেঙে গিয়েছিল। তিনি আরও বলেন যে, মানসিক সুস্থতা ফিরে পাওয়ার জন্য তাকে দেশ ছাড়তেই হতো। মল্লিকার দাবি, সেই সময় গণমাধ্যমের একটি অংশের কাছে তিনি সমর্থনও পেয়েছেন। তার কথায়, অন্য একটি অংশ আমার নামে মিথ্যে কথা লিখতো, ঘটনা অতিরঞ্জিত করে লিখতো। অনেক মূলধারার সাংবাদিক ছিল যারা আমার নামের পাশে এমন উক্তি বসিয়ে দিতো যা আমি বলিনি। কিছু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গেও আমার নাম জড়ানো হয়েছিল। এতকিছুর পরেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। তবে এখন মেয়েদের জন্য পরিস্থিতি অনেকটাই বদলেছে। নগ্নতা ও যৌনতাও আগের তুলনায় অনেক বেশি মাত্রায় এখন সিনেমায় আসে। মল্লিকা তাতে যথেষ্ট আশার কারণ দেখছেন। তিনি জানান, সাহসী চরিত্রের জন্য মহিলাদের এখন আর নিচু চোখে দেখা হয় না।
Leave a Reply