২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:১৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৬০৭ জন। এর মধ্যে বিদ্যালয়ে ২২যমজ শিশু পড়ালেখা করে! এই যমজ শিশুদের কথা ছড়িয়েছে আশপাশের এলাকায়। তাদের দেখতে আসেন দূর-দূরান্তের অনেকেই। চেনার বিড়ম্বনায় পড়লেও যমজ শিশুদের নিয়ে গর্বিত তাদের সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।
ঝর্ণা-বৃষ্টি, ইমন-ঐশি, জারিন-জারিফ এরা যমজ শিশু। দেখতে অনেকটা একই রকম। এক সাথে স্কুলে আসছে, খেলছে, হাসছে। চট করে তাদের আলাদা করা মুশকিল। কার নাম কী— প্রায় প্রতিদিনই ভুলভাল হচ্ছে সহপাঠী আর শিক্ষকদের। মধুর এ বিড়ম্বনা।
২২ জন যমজ ভাই-বোন পড়ে রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এক স্কুলে এত যমজ শিশু, এটা একটা বিরল ঘটনা। এই ২২ যমজ শিশুর ভালোলাগা ও মন্দলাগা অনেকটাই অভিন্ন। সব যে মিলে যায় তাও না, অমিলও আছে। তবে প্রত্যেকেরই রয়েছে মজার মজার কাণ্ডকীর্তি।
অভিভাবকরা বলছেন, সন্তান জন্ম হওয়ার আগে কিছুটা দুশ্চিন্তা ছিল, পরে তা কেটে গেছে। যমজ সন্তান পেয়ে খুশি তারা।
রংপুর জেলায় ভালো ফলাফলের জন্য সুনাম আছে স্কুলটির। ফলে অভিভাবরা সন্তানদের এখানে ভর্তি করানোর ব্যাপারে বেশ আগ্রহী।
যমজ শিশুদের নিয়ে খুশি শিক্ষকরা। এক সঙ্গে জন্ম হলেও যমজদের আচার–আচরণ, রুচিবোধ ও চাহিদা ভিন্ন হতে পারে। যমজ শিশুদের বেড়ে ওঠা ও বিকাশে তাই বিশেষ দৃষ্টি প্রয়োজন।
সবা:স:জু- ৩৩৭/২৪
Leave a Reply