১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ২:২৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাহিমা আক্তার মুক্তা :-
বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার, দাম্পত্য সংকট, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, স্বামী-স্ত্রী অমিল,নিজের উদ্দেশ্যে মানুষকে বশ করা, ব্যবসা-বাণিজ্য ও চাকরি ,যাদু টোনা, জ্বীনের আছর পরীর আছর থেকে মুক্তি,এমন বহু সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় লিফলেট ও ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে। বিজ্ঞাপনে লেখা থাকে কোন খরচ লাগে না কিন্তু যাওয়ার পরেই শুরু হয় তাদের বিভিন্ন ফাঁদ টাকা নেওয়ার জন্য। আগ্রহী কেউ ফাঁদে পা দিলে ভুয়া তাবিজ-কবজ দিয়ে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার। এভাবে প্রতারণার মাধ্যমে অর্ধশতাধিক মানুষকে সর্বস্বান্ত করা হয়।
এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কিছু ভুক্তভোগী অভিযোগ দিলে, ঘটনা উদঘাটনে রোগী বেশে যাওয়ায় সত্যতা মিলেছে।রাজধানীর দক্ষিণ মুগদা, ফকির বাড়ি দরবার শরীফ খানকা আলখাদিরিয়া। নাম আল ফারুক শাহ্ (ওরফে টুটুল) দিয়েছে অনুসন্ধান করতে গিয়ে উনাকে এই নামে কেউ চিনে না। এসব ভুয়া কবিরাজরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আত্মগোপন করে তাদের স্বার্থসিদ্ধি করে নেয়। ভুক্তভোগীরা আরো জানায় যে কাজ না হওয়ার পরে টাকা চাইতে গেলে তাদেরকে আরো বিভিন্ন ভাবে হয়রানি করে ও বিভিন্ন ভয়-ভীতি দেখায়। ওরা বিভিন্ন মাজারের প্রতিকৃতি রুমের মাঝে সাজিয়ে আইওয়াশ করে।
আগ্রহী কেউ যোগাযোগ করলেই ভন্ড কবিরাজের ফাঁদে পড়ে যান বিভিন্ন মানুষ। এই ধরনের কবিরাজ শহর ও গ্রামের আনাচে কানাচে থেকে বিভিন্ন নামে বেনামে ছড়িয়ে ছিটিয়ে আছে ।
Leave a Reply