১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:৩৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মাতুয়াইল প্রতিবেদকঃ রাজধানীর মাতুয়াইলে মামলার আসামি কতৃক থানা থেকে মামলা তুলে না নিলে বাদীকে খুন করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
মোঃ আলম(৪৪) রাজধানীর মাতুয়াইলে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী কর্তৃক মামলার বাদীকে হুমকি দিচ্ছে থানা থেকে মামলা তুলে না নিয়ে সে খুন করে লাশ গুম করার হুমকি দিচ্ছে বলে জানা গেছে রাজধানীর যাত্রাবাড়ি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ৭৪ তারিখ ১৩/০৩/২০২২ ইং ধারা -১১(গ) ৩০/২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ যৌতুক ও মারধর সহ এর পলাতক এবং যাএাবাড়ি থানার মামলা নং ৫৫(৪) ২০২২ ইং এর পলাতক আসামী সেলিম (৫০) সিফাত (২৪) জেসমিন আক্তার (২৮) পারভিন বেগম(৫০) এবং তাদের সন্ত্রাসী -মাস্তান সহযোগীরা গ্রেফতার না হওয়াতে মামলার বাদীনীকে হুমকি দিচ্ছে থানা থেকে মামলা তুলে না নিলে পলাতক আসামীরা তাকে নির্মম ভাবে খুন করে তার লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে যার কারনে মামলার বাদিনী নিরাপত্তাহীন ভাবে চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে মামলার ১ নং ৩২ নং আাসামী মোঃ সাইদুর রহমান মোল্লা (৪৮) ও আরিফ মোল্লা (৪০) কে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন কিন্তু মামলার অন্যান্য আসামীদের কে পুলিশ গ্রেফতার না করাতে হুমকি দিচ্ছে মামলা দুটি তদন্ত করেছে যাএাবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক তোরগুল হাসান সোহাগ ও বিশ্বজিৎ বলে জানা গেছে উক্ত ঘটনার ব্যাপারে প্রতিবেদক ঘটনা স্থল রাজধানীর যাএাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণ পাড়া ও তার আশপাশ এলাকায় সব-জমিনে পরিদর্শনে গেলে এলাকাবাসী প্রতিবেদক কে জানায় মামলার বিবাদী সাইদুর রহমান তার প্রথম স্ত্রী মামলার বাদিনী আক্তারের বিনা অনুমতিতে মামলার পলাতক আসামী জেসমিন আক্তার কে দ্বিতীয় বিবাহ করার কারনে মামলার বাদিনী সাথে বিবাদীদের মনমালিন্য হওয়াতে মামলার বাদিনীর উপর দীর্ঘদিন যাবত জুলুম অত্যাচার করে আসছে বলে জানায়।
Leave a Reply