২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:৩৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদক॥
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মেয়াদোত্তীর্ণ জাতীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আর এর মধ্য দিয়েই এই সংগঠনটি রাহু মুক্ত হলো
রোববার বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ককে হেলাল খানকে সাধারণ সম্পাদক জাসাসের আগের কমিটি ঘোষণা করা হয়েছিল।
সাংগঠনিক কার্যক্রম ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। করোনা সংক্রমণের কারণে এতদিন দলটির সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত ছিল। সিদ্ধান্তের অংশ হিসেবে প্রথম দিনই দলটির অন্যতম অঙ্গ সংগঠন মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
Leave a Reply