১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
রুকু হত্যা মামলার আসামি কুদ্দুস ফকিরকে(৫২) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা এই হত্যার কারণ বলে যানাযায়। ঘটনার দিন কথা-কাটাকাটির একফাঁকে কুদ্দুস ফকির শাবল দিয়ে আঘাত করে রুকু শেখকে। হাসপাতালে নেয়ার পথেই মারা যান রুকু শেখ। সেই থেকে আসামি কুদ্দুস ফকির (৫২) পালক। মোসাঃ মনোয়ারা বেগম(৪৫) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা নং-০২/২০২১।
বর্তমান নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস মেধাবী সুকান্ত সাহা গোপালগঞ্জ ভাটিয়াপাড়া থেকে আসামি কুদ্দুস ফকিরকে(৫২) গ্রেফতার করে নড়াইল জেলে প্রেরণ করেন।
Leave a Reply