২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৪:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ক্রীড়া প্রতিবেদক॥
ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙলেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে রোনালদো তিনটি হ্যাটট্রিক করেছিলেন। আর্লিং হালান্ড কয়েক মাসের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দিলেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে রবিবার ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। তিনটি গোলই করেন হালান্ড। প্রিমিয়ার লিগে যা তার চতুর্থ হ্যাটট্রিক।
গত কয়েক ম্যাচ ধরেই সমালোচনার শিকার হচ্ছিলেন হালান্ড ও তার দল সিটি। পেপ গার্দিওলার দল যেন তারই জবাব দিল এ ম্যাচে। একই সঙ্গে অস্বস্তিও কিছুটা কমল তাদের।
গত ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও জিতেছিল সিটি। যদিও প্রথমার্ধে ফুটবলারদের পারফরম্যান্স হতাশ করেছিল সমর্থকদেরও। উলভসের বিরুদ্ধেও পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছিল। অবশেষে ৪০ মিনিটে গোলের মুখ খোলে ম্যান সিটি। সৌজন্যে হালান্ড। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও ভয়ংকর হয়ে ওঠে ম্যান সিটি। ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ২-০ করেন হালান্ড। ৪ মিনিটের মধ্যেই হ্য়াটট্রিক পূর্ণ করেন। সব মিলিয়ে ১৪ মিনিটেই খেলার রং বদলে দেন হালান্ড।
এ বারের প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই হালান্ডের নামের পাশে ২৫ গোল। সেটিও রেকর্ড। ২০১৮-১৯ থেকে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বাধিক গোল করেছেন যারা, তাদের গোলসংখ্যা ২৩টি করে। হালান্ড মাত্র ১৯ ম্যাচেই সেই সংখ্যা পেরিয়ে অনেকটা এগিয়ে গেলেন। যে গতিতে এগোচ্ছেন তাতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডও ভেঙে দিতে পারেন হালান্ড।
Leave a Reply