২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৪৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
আজ ১১ই আগস্ট রবিবার দুপুর ২ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং করা হয়। এই বাজারটি রাজবাড়ী জেলার অনেক পুরাতন এবং একটি বৃহৎ পাইকারী ও খুচরা বাজার।
বাজার মনিটরিং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী শারাফাত ইসলাম অনিক জানান,
নির্ধারিত মূল্যের চেয়েও এই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি রাখা হচ্ছে। যে কারণে ক্রেতাদের অনেক ভোগান্তি এবং অনেক রকম অভিযোগ রয়েছে।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় দোকানে কোনো মূল্য তালিকা নাই। বিক্রেতাদের মনগড়া মূল্যে চলছে খুচরা বিক্রি। বিক্রেতারা আমদানী চালান না দেখিয়ে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যায়।
তিনি আরো জানান,
মাত্র সাত দিনের ব্যবধানে প্রতি বস্তা চাউলের দাম এই বাজারে বৃদ্ধি পেয়েছে দুইশত টাকা অথচ বিভিন্ন দোকান মনিটরিং করে দেখা যায় প্রচুর পরিমাণ চাউলের মজুদ রয়েছে।
অন্য শিক্ষার্থীরা জানান, চাউল সহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে দোকানিদের কাছে জানতে চাইলে তাঁরা আমদানি খরচের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চান।
কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় তাঁরা আমদানি চালান দেখাতে অনিহা প্রকাশ করেন কারণ তাদের আমদানি খরচ খুচরা মূল্যের থেকে অনেক কম। বিভিন্ন দোকান ও বাজার ঘুরে মাছ বাজারও একই রকম চিত্র দেখা যায়।
দ্রুত সময়ের মধ্যে এই বাজারে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা ও দোকানে নির্ধারিত মূল্য তালিকা রাখা সহ অসাধু মজুদদারদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীগণ।
এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
আল আমিন মোল্লা,রাকিবুল মিয়া,নাইমুল হাসান অটল,নাবিল দেওয়ান,শাওন মৃধা, মৌও আক্তার,উরমি আক্তার,ইভা আক্তার, রিমু আক্তার প্রমূখ।
Leave a Reply