১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:০৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার লালমাই উপজেলা প্রতিনিধি আবুল কালাম মজুমদার কে মাটি কাটা সিন্ডিকেটের সদস্যরা পা কেটে পেলার হুমকি প্রদান করেন। এই
নিয়ে নিরাপত্তা চেয়ে লালমাই থানা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্ত করে জানা যায় সাংবাদিক আবুল কালাম মজুমদার গোপন সংবাদে খবর পেয়ে লালমাই উপজেলা ভূলইন ইউনিয়নের কাতালিয়া গ্রামের গিয়ে মাটি কাটা বিষয়ে স্থানীয় আবদুল ওহাব কে জিজ্ঞেস করেন। তারপর আবদুল ওহাব স্থানীয় কিছু লোকজন কে ডেকে আনেন।
তারপর মাটি কাঁটা সিন্ডিকেটের সদস্য তৌহিদ ১৫/২০ লোকজন নিয়ে আক্রমণ করতে চেষ্টা করেন বলে জানা যায়। পরে সাংবাদিক আবুল কালাম মজুমদারের প্রাইভেট কারের চাবি নেয়ার সহ গাড়ি ভাংচুর করার হুমকি দেন।
লালমাই উপজেলার সাধারন মানুষের সাথে আলোচনা করে জানা যায় আবুল কালাম মজুমদার দীর্ঘদিন লালমাই উপজেলা মাটি কাঁটা নিয়ে সংবাদ প্রকাশিত করে আসছেন তাই সিন্ডিকেটর সদস্যরা ক্ষিপ্ত।
সাংবাদিক আবুল কালাম মজুমদার বলেন যত হুমকি দমকি আসুক মাটি কাঁটার বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থান।
এ বিষয়ে লালমাই থানা’র এসআই জীবন হাজারী’র কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ওসি স্যার বিষয় তদন্ত করার জন্য বলেছেন। আমরা তদন্ত করে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলাল উদ্দিন চৌধুরী কে এ বিষয়ে জানার জন্য কল ও বার্তা পাঠিয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply