৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:১৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
এই ভারতীয় সংস্কৃতি এমন এক সংস্কৃতি যেখানে রবীন্দ্রনৃত্য থেকে ভারতনাট্যম যতটা আপন, ঠিক তেমনি আপন করে নেয় পাশ্চাত্য শিক্ষাকেও। আর তারই মধ্যে অত্যধিক জনপ্রিয় একটি পাশ্চাত্য নাচ হলো বেলি ডান্স। আগে বিদেশ বিভুঁয়ে যে বেলিডান্স এর প্রচলন ছিল এখন প্রচুর নৃত্যশিল্পী এই নাচ আয়ত্ত করার চেষ্টা করছে।
তলে লে লেইতো প্রায় বেলি ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। এই যেমন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবতীর বেলি ডান্স তাক লাগিয়ে দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে যুবতীর পরনে রয়েছে দুই পিস পোশাক।
বলিউডের বিখ্যাত গান “লে লে মাজা লে” এর তালে দূর্দান্ত বেলি ড্যান্স করে ভাইরাল হয়েছেন এই যুবতী। গানের তালে তালে যেভাবে সে কোমরে, শরীরে হিল্লোল তুলছেন তা সত্যিই অনবদ্য। নাচের সাথে আবেদনময়ী ভঙ্গি ও সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। তার নিখুঁত স্টেপ নজর কেড়েছে। ভিডিওটি পোস্ট হতেই প্রচুর মানুষ সেটি পছন্দ করেছেন।
Leave a Reply