২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ২:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে ৭ দিনের পুলিশ জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে রিমান্ড আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো শেফাতুল্লাহ।
একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় রাশেদ খান মেনন, কামরুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
সবা:স:জু- ২৬৩/২৪
Leave a Reply