১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
ভোলার ছেলে এই শিহাব।একজন মানব পাচারকারী, মাদকাসক্ত, নারীর দালাল, এমনও তথ্য মিলেছে সে ঢাকা বরিশাল রুটে লঞ্চে লঞ্চে নারী সাপ্লাই করে ।
তার রয়েছে এক বিশাল মলমপার্টি । গ্রামের সহজ সরল মেয়েদেরকে চাকুরী দেয়ার নাম করে লঞ্চে তুলে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে প্রথমেই ধর্ষণ করে। সাথে তার লোকজন করে ভিডিও । শুরু হয় ব্লাকমেইলিং । এর পর দেশী বা বিদেশী বাজারে দেহব্যবসা করতে পাচার করে তাদের । তথ্য মতে কোমলমতি শিশুরাও রক্ষা পায়না এই রাক্ষুসে শিহাবের হাত থেকে। শিহাবের রয়েছে অন্ধকার জগতের রাজনৈতিক নেতা আর আন্তর্জাতিক ক্রিমিনাল সিন্ডিকেটের সাথে ব্যবসা বাণিজ্য, ইদানিং একটি দৈনিক পত্রিকার সম্পাদক এর হাতে এই শিহাবের অগনিত পাপের তথ্য উপাত্ত হাতে এসে পৌঁছেছে ।একথা জানতে পেরে শিহাব ৫ লক্ষ টাকা দিয়েছে এক কন্টাক কিলারকে , তার একটাই মিশন যে কোন মূল্যে এই সম্পাদককে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে । সেই সম্পাদক জানিয়েছেন এই নাম্বার থেকে 01736-917179 বারংবার ফোন এ হুমকি দিয়ে যাচ্ছে । গতরাতে সম্পাদক প্রায় জানে বেঁচে গেছেন এই শিহাব বাহিনীর একটা আক্রমণ থেকে।
সম্পাদক জানান ঠিক এর কয়েক মিনিট পরেই শিহাব ফোন করে তাকে বলেন তোর বাঁচার কোন উপায় নেই। এবার বেচে গিয়েছিস , আবার আক্রমন হবে …..
ভোলার এই শিহাবের সকল তথ্য উপাত্ত নিয়ে বিস্তারিত আসছে পত্রিকার পাতায় চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন।।
Leave a Reply