২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:১৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এস এম কামাল পারভেজ :
চলমান তীব্র শীতে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন।
গতকাল শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএমপির ওয়ারী বিভাগ কর্তৃক আড়াইশো জন শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম-সেবা।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি ইকবাল হোসাইন তার বক্তব্যে অসহায় ও দরিদ্র লোকদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে স্কুলে প্রেরণের জন্য উৎসাহ প্রদান করেন। প্রয়োজনে অতি দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, জঙ্গীবাদ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি যেকোন অপরাধমূলক কর্মকান্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন উপ-পুলিশ কমিশনার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন), মধুসুদন দাস, সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার পেট্রোল (ডেমরা জোন) এবং বিএম ফরমান আলী, পিপিএম, অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা।
Leave a Reply