১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:০৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
ধামরাই উপজেলায় একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সেটির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের যাত্রী ও ৫০ শ্রমিক।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পলাশ পরিবহনের শ্রমিকবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে চড়ে প্রতিক সিরামিকসের শ্রমিকরা বাসায় ফিরছিলেন।
নিহত বাস হেলপারের বিস্তারিত নাম ঠিকানা পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে নিহত যুবক পলাশ পরিবহনের বাসের হেলপার ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ধামরাইয়ের কালামপুর থেকে প্রতিক সিরামিকসের ৫০ জনের বেশি শ্রমিক তোলা হয় বাসটিতে। কালামপুর থেকে নবীনগরের দিকে সেটি এগিয়ে জয়পুরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় হেলপার বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন বাসে থাকা প্রতিক সিরামিকসের ৫০ শ্রমিক। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হেলপারকে মৃত উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ শেষ পর্যায়ে।
ধামরাই থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
সবা:স:জু-৩৪/২৪
Leave a Reply