৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৪:৫৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার: অনুসন্ধানী সংবাদমাধ্যম দৈনিক সবুজ বাংলাদেশ এ ফায়ার সার্ভিসের ডিডি জসীমউদ্দীনের ঘুষ দুর্নীতি ও নারী কেলেঙ্কারির সংবাদ প্রচারের পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ হিসেবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
ডিডি জসীমউদ্দীনের বিরুদ্ধে সংবাদ প্রচারের পর ফায়ার সার্ভিসের একটি মহল তাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী নারীর স্বামীকে ডেকে এনে ভয়-ভীতি দেখে মুচলেকা দিতে বাধ্য করা হয়।
পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন এবং পরিচালক প্রশাসন ওয়াহিদুল ইসলামের নির্দেশে এই বিষয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে উপ-পরিচালক (রংপুর) দিনমনি শর্মার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, তদন্ত কমিটির যাচাই-বাছাই শেষে জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, প্রশাসন অর্থ বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন এর বিরুদ্ধে তার অধীনস্থ নারী কর্মচারীকে যৌন হয়রানি ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক গুঞ্জন চলছিল যা নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশ সহ দেশের একাধিক সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করে।
ডিডি জসিম উদ্দিন এর বিরুদ্ধে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি(বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply