১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ২:৪১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
শার্শা প্রতিনিধি (যশোর):
যশোর-১ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য আফিল উদ্দিনকে নিয়ে অনৈতিক কর্মকান্ডের সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক আলী রেজা রাজু উপর সন্ত্রাসী হামলা হয়েছে।শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক নিয়ে চিকিৎসা নিয়ে,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তিভোগী সাংবাদিক। অভিযোগ সূত্রে আরো জানা যায়।যশোর-১ আসনের সদ্য বিদায়ী প্রভাবশালী সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র তার অনুসারী স্থানীয় সন্ত্রাসী শার্শার উত্তর বুরুজবাগানের আব্দুর রবের ছেলে নাসির মঙ্গলবার(১৩ই আগস্ট) রাত ৮টার দিকে শার্শার নাভারণ বাজারস্থ জিন্নাতুল্লা মার্কেটের ভিতর অর্তকিত হামলা চালায় জীবন নাশের উদ্দেশ্য। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী নাসির হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এবিষয়ে জানতে চায়লে সাংবাদিক আলী রেজা রাজু বলেন,সন্ত্রাসীরা ছাড়া সাংবাদিক উপরের হামলা কেউ হামলা চালায় না এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।
অভিযুক্ত হামলাকারীর মন্তব্য জানার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ।
এ বিষয় শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলমান।
Leave a Reply