১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:২৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি :
সখিপুর থানা প্রশাসনের উদ্যোগে আজ ১০ ই নভেম্বর অত্র জনপদে কর্মরত সকল সংবাদকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভেদরগঞ্জ সার্কেলের দায়িত্ব প্রাপ্ত নন্দিত পুলিশ কর্মকর্তা এএসপি জনাব মোঃ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে আগত সকল সাংবাদিকদের পরিচিতি পর্ব সহ উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে এনটিভি, বাংলাভিশন, মোহনা টিভির জেলা প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ সহ দৈনিক সবুজ বাংলাদেশ জেলা প্রতিনিধি, দি মর্নিং পোষ্ট দৈনিক বাংলাদেশ সমাচার, সাপ্তাহিক গোয়েন্দা ডায়রীর সিনিয়র সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উম্মুক্ত আলোচনায় দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মুনতাসীর রুবাইয়েদ মফস্বল সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সমস্যা গুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মুসফিকুর রহমান বলেন – সংবাদ সংগ্রহে যে কোন প্রতিবন্ধকতায় পুলিশ প্রশাসন সংবাদকর্মীদের সহযোগিতা করতে প্রস্ত্তত রয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে তাত্ক্ষণিক ভাবে দপ্তরে অবহিত করতে অনুরোধ করেন। পাশাপাশি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানার জনবান্ধব ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব ওবায়দুল হক। সভাপতির বক্তব্যে জনাব ওবায়দুল হক উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে পেশাগত বন্ধন অটুট রাখার জন্য মিলে মিশে কাজ করবার আকুতি প্রকাশ করেন।
Leave a Reply