১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ২:৩২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনের সময় সড়কের বাতি বন্ধ রাখার দায়ে সাময়িক বরখাস্ত হলেন সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। এছাড়া এ প্রকৌশলীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্তে একটি তিন সদস্যর কমিটিও গঠন করা হয়। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব নিজে থেকেই পদত্যাগ করেছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রকৌশলী ঝুলনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।
একইসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ একাধিক দাবিও পেশ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে।
তারা অভিযোগ করেন, সড়কবাতি বন্ধ রেখে রাতের আঁধারে ছাত্র-জনতার ওপর নির্মমভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়। গুলিও করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের নির্দেশেই সড়কবাতি বন্ধ করা হয়।
একইসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ একাধিক দাবিও পেশ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে। সে কারনে তাকে গতকাল অব্যাহতি দেয়া হযেছে পদ থেকে।
তারা অভিযোগ করেন, সড়কবাতি বন্ধ রেখে রাতের আঁধারে ছাত্র-জনতার ওপর নির্মমভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়। গুলিও করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের নির্দেশেই সড়কবাতি বন্ধ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র রেজাউলের ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগকে টাকা ও অস্ত্র দিয়েছেন।
দুর্নীতি তদন্ত কমিটিতে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লফিফুল হক কাজমীকে আহ্বায়ক এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব এবং সদস্য করা হয়েছে আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় কার্যালয়ে প্রকৌশলী ঝুলন কুমার দাশকে না পেয়ে প্রধান কার্যালয়ে যায় তারা। পরে বিক্ষোভকারীরা ৯ দফা দাবিসহ প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন।
Leave a Reply