১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
টাঙ্গাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ি বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হন আরও দুইজন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর-ধনবাড়ি সড়কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার সুতি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ও অটোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শহিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।
ধনবাড়ির থানার ডিউটি অফিসার এএসআই আশিকুজ্জামান জানান, জামালপুর থেকে ঢাকগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া রাতেই নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply