১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৪:৪৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নারায়ণগঞ্জ প্রতিনিধি॥
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার দখল বাজ সন্ত্রাসী ভূমি দুস্যু সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের মুজিবুর গং। ভুক্তভোগী এমনি একটি লিখিত অভিযোগ করেছেন সোনারগাঁ থানায় শফিকুল ইসলাম নামে একজন। অভিযোগ থেকে জানা যায় দালাল চক্রের প্রধান মুজিবর ভুক্তভোগীর পাশের বাড়ির জাহাঙ্গীর ও রেহেনা নামক অসহায় গরীব লোকের বাড়ির উপর দিয়ে জোড় করে বিদ্যুৎ তের সঞ্চালনের তার নিতে যায়।বাড়ী ওয়ালা একটু অন্য দিক দিয়ে তার নেয়ার জন্য বলায় তাদেরকে হেনাস্তা করেন।তাদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন ছোটে আসেন। সন্ত্রাসী মুজিবকে দেখে ভয়ে কেউ এগিয়ে আসেনি।
অভিযোগ কারী শফিকুল ইসলাম তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকে মুজিবর লোহার শাফাল নিয়ে তেরে আসেন প্রাণে মারার জন্য কোন রকম ঐ সময় বেঁচে যান। উপস্থিত লোকজনের সমুখে অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং পড়ে দেখে নেয়ার হুমকি প্রদান করেন নারী কেলেংকারী মুজিবর গং।
বর্তমানে ভুক্তভোগীরা সন্ত্রাসী দের ভয়ে আতংকে জীবন যাপন করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত (ওসি) এস এম শফিকুল বলেন তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে তদন্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় গতকাল সোমবার তদন্তে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভূমি দুস্যু মুজিবর।
Leave a Reply