১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১১:৫০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
গত কয়েকদিন ধরেই গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা পরীমনির সঙ্গে গায়ক শেখ সাদী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ গায়কের সঙ্গে বেশ কয়েকটি ছবিও এ নায়িকা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এদিকে গত সোমবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। সেদিন এ অভিনেত্রীর জামিনদার হন শেখ সাদী। এরপর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। এ নিয়ে নেটমাধ্যমেও ব্যাপকভাবে আলোচনা চলছে। এদিকে গত কয়েকদিনে পরীমনির একাধিক পোস্টেও নতুন প্রেমের ইঙ্গিত মিলেছে। যদিও সরাসরি তিনি কথা বলেননি বিষয়টি নিয়ে। গুঞ্জন নিয়ে শেখ সাদী বলেন, পরীর সঙ্গে আমার সেরকম সম্পর্ক নেই। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন।
পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন। জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমনি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। পরীর সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন; আমি আরেকজন জামিনদার হই। ২০২১ সালের ১৭ই অক্টোবর ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ। তবে ২০২২ সালের ২২শে জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ই আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একটি কন্যাসন্তান দত্তক নেন পরী। আপাতত সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এই অভিনেত্রী। অন্যদিকে, ‘ললনা’ শিরোনামের গান দিয়ে প্রথম আলোচনায় আসেন শেখ সাদী। এরপর থেকে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
Leave a Reply