১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৪৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
খেলা ডেস্ক:
সুপার ওভারের নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু করলো রংপুর রাইডার্স। ১৩৩ রানের সহজ লক্ষ্যে ম্যাচ টাই হলে, সুপার ওভারে ১২ করে রংপুর। তবে ম্যাচে ৫ উইকেট নিয়ে নায়ক বনে যাওয়া জ্যাক চ্যাপেল সুপার ওভারে সেটি ডিফেন্ড করতে ব্যর্থ হন।
প্রথমবারের মতো বিশ্বের পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে আয়োজিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বিপিএলের দল রংপুর রাইডার্স। বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম ম্যাচ তাই নুরুল হাসান সোহানের দলকে ঘিরে প্রত্যাশাটাও বেশি সবার।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে, টসজয়ী রংপুর শুরুতেই ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের দুই উইকেট তুলে নেয়। সেই ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন আলী ও শান মাসুদ।
আলী ২৮ করে ফিরলেও দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ করেন মাসুদ। বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। ম্যাচে মাত্র ২৩ রান খরচায় নেন ৫ উইকেট। তাতে হ্যাম্পশায়ার অলআউট হয় ১৩২ রানে।
রান তাড়ায়, দলকে উড়ন্ত সূচনা এনে দেন সৌম্য সরকার ও স্টিভেন টেইলর। উদ্বোধনী জুটিতে চার দশমিক ৩ বলেই দুজনে তোলেন ৪৬ রান।
টেইলর ২০ ও সৌম্য ২৭ করে ফেরার পর রানের গতি কমে যায় রংপুরের। তিনে নামা ইতালির ব্যাটার ওয়েইন ম্যাডসেন খেলেন ২৬ বলে ১৫ রানের ইনিংস। রান পাননি আফিফও।
মাঝে সোহান ও খুশদিল শাহ রানের গতি বাড়ানোর চেষ্টা চালান। সোহান ২৪ ও খুশদিল করেন ২৫ রান। এ দুজনের বিদায়ে আবারো খেই হারায় রংপুর। শেষ ওভারের ৭ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ সাইফউদ্দিন-রিশাদ। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে খুশদিলের ছক্কায় ১২ রান তোলে রংপুর। তবে ম্যাচের নায়ক চ্যাপেল এবার পারেননি। দুই ছক্কায় লক্ষ্য পেরিয়ে যায় হ্যাম্পশায়ার।
সবা:স:জু-২২৬/২৪
Leave a Reply