৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:১৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
সাভারে কর্মরত মো: সোহেল মিলা (৩৮), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা- আমেরন বেগম, এ/পি সাং-আতাউর রহমান মার্কেট, জয়নাবাড়ী, হেমায়েতপুর, থানা- সাভার, জেলা-ঢাকা, থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, সোহেল একজন সংবাদকর্মী প্রতিদিনের নায় ইং-১৮/০৭/২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় মাদক সংবাদ সংক্রান্ত বিষয়ের জন্য সাভার মডেল থানাধীন হেমায়েতপুরস্থ ঋষিপাড়া সামনে যাই, তখন বিবাদী ১। নির্মল দাস (৪৫), পিতা- অজ্ঞাত, ২। বিপলব (৪৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং-ধল্লা, থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-হেমায়েতপুর, থানা- সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়সহ আরও অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদী আমার উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আমি কোন কিছু বুঝিয়া উঠার পূর্বেই বিবাদীরা আমাকে মারধর করিতে উদ্যত হয়। পরবর্তীতে আমি চিৎকার করিলে আমার ডাকচিৎকার শুনিয়া আশেপারে লোকজন আগাইয়া আসিতে থাকিলে ২নং বিবাদী আমাকে হুমকী দিয়ে বলে যে, উক্ত ঘটনার কথা কাউকে কিছু বলিলে আমাকে প্রাণে মারিয়া ফেলিবে এই মৰ্মে প্রাণ নাশের হুমকী দিয়ে চলিয়া যায়। ঘটানার শেষে আমি উক্ত স্থান হইতে চলিয়া আসার পর উল্লেখিত বিবাদীদের ব্যবহৃত মোবা: ০১৭২৬-১৪৪৪১৬ হইতে আমার ব্যবহৃত মোবাইলে ফোন করিয়া পূর্বের ন্যায় আমাকে হুমকী দিয় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া ফোন কাটিয়া দেয়। বিবাদীর ভয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে । উক্ত ঘটনার বিষয় এলাকার লোকজনদের সহিত আলচনা শেষে থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনায় সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply