1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  3. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
সাকিবকে মিস করবেন সোহান - দৈনিক সবুজ বাংলাদেশ

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:০৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সাকিবকে মিস করবেন সোহান

আশরাফুলে আস্থা

সাকিবকে মিস করবেন সোহান

খেলা ডেস্ক:

রংপুর রাইডার্সের হয়ে দেশের বাইরেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। গ্লোবাল টি-টোয়েন্টিতে তার বিপিএল’র দল রংপুর রাইডার্স প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। তবে তার খেলা হচ্ছে না দলে। অন্যদিকে রংপুরের সঙ্গে যোগ দিয়েছেন দেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি থাকবেন কোচের দায়িত্বে। দলের অধিনায়ক নূরুল হাসান সোহান জানিয়েছেন তিনি ভীষণ মিস করবেন সাকিবকে। জানিয়েছেন আশরাফুলকে পেয়ে তার আস্থার কথাও। গেল বছর বিপিএলে রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার ওপর নেমে এসেছে চরম বিপদ। পতিত আওয়ামী লীগ সরকারের এমপি হওয়াতে তার বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। এরই মধ্যে তার দেশে আসার পথ বন্ধ হয়েছে। একদিকে তার বিরুদ্ধে খুনের মামলা অন্যদিকে শেয়ারবাজার দুর্নীতির অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সবমিলিয়ে তার ফিরে এসে খেলা কঠিন। তবে বিদেশের মাটিতে তিনি খেলতে পারতেন। কিন্তু রংপুরের হয়ে খেলছেন না যার কারণটিও জানিয়েছেন দলের অধিনায়ক সোহান। তিনি বলেন, ‘ক্রিকেট অঙ্গনে সাকিব ভাইয়ের মতো প্লেয়ারকে মিস করবে না এমন দল নেই। সে থাকলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে আলাদা সুবিদা পাওয়া যেত। অবশ্যই আমরা তাকে মিস করবো। তবে এই বছর তিনি টি টেন লীগে খেলছেন। যে কারণে তিনি আমাদের সঙ্গে খেলতে পারবেন না।’এই টুর্নামেন্টে কোচ হিসেবে প্রথম মিশন মোহাম্মদ আশরাফুলের। তাকে নিয়ে সোহান বলেন, ‘অবশ্যই আশরাফুল ভাইয়ের ওপর আমাদের আস্থা আছে। সে দেশের হয়ে এত বছর ক্রিকেট খেলেছে। সেই অভিজ্ঞতার আমাদের অনেক কাজে আসবে।’ প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাইরের টি-টোয়েন্টি লীগে। গায়ানায় পাঁচ দলের টুর্নামেন্টে অংশ নেয়ার কথা পাঁচটি ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির।  এই টুর্নামেন্ট ঘিরে নিজেদের অনুশীলন জার্সিতেও লাল-সবুজের ছোঁয়া নিয়ে এসেছে রংপুর। গতকাল মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক সোহান জানিয়েছেন, তাদের জন্যও এই টুর্নামেন্টে খেলতে পারা বড় সুযোগ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’ তবে সুযোগের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের দায়িত্বও দেখছেন সোহান। তিনি বলেন, ‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’
বাংলাদেশের ক্রিকেটাররা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান না। এবার জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৯ ক্রিকেটার নিয়ে গ্লোবাল সুপার লীগের জন্য দল গড়েছে রংপুর। অধিনায়ক সোহানের আশা, এখান থেকে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন আরও। তিনি বলেন, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। স্যার (নাজমুল আবেদীন) যেটা ম্যানশন করলো, এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর জাতীয় লীগ টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।’  গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেয়ার কারণে এবার বিপিএলের আগে রংপুরের অনুশীলনের সুযোগ বাড়ছে। কারণ সেখানে ম্যাচ খেলে আগে থেকেই দলকে তৈরি করতে পারবে। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘সবমিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন বৃদ্ধি পাবে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।’
আগামী ২৭শে নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লীগ। এখানকার উইকেটে আগেও খেলার অভিজ্ঞতা আছে সোহানের। তিনি বলছেন, গায়ানার উইকেট হবে অনেকটা বাংলাদেশের মতোই। হেড কোচ মিকি আর্থারের সঙ্গে মিলে পরিকল্পনাও সাজিয়েছেন বলে জানান সোহান। তিনি বলেন, ‘কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’

সবা:স:জু-১২৭/২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »
error: Content is protected !!