২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১২:৪৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
সাতকানিয়ার খাগরিয়ায় আলোচিত অস্ত্রবাজির মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকার একটি বাসা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্রবাজি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় ১৩টি মামলা রয়েছে।
২০২২ সালের ৭ ফেব্রুয়ারি খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্নেয়াস্ত্র হাতে চেয়ারম্যান প্রার্থী জসিমসহ তাঁর অনুসারীরা গোলাগুলিতে জড়ান। জসিম উদ্দিনের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আকতার হোসেন। আকতারের বিরুদ্ধেও অস্ত্র হাতে গোলাগুলির অভিযোগ রয়েছে।
Leave a Reply