১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:১৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় মঙ্গলবার বার মাগরিবের নামাজের সময় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার বিভাগীয় প্রধান, সিইও মোঃ সুমন আলী ( অবঃ আরমি)ও ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স চট্টগ্রাম বিভাগ । ওনার বাসায় আসা আত্মীয় স্বজন পরিচয় দিয়ে অবস্থান নেন তার পর মোঃ সুমন আলীর বাসায় থাকা জমি বিক্রির করার টাকা রাখা আর সেখান থেকে ৩০ লাখ টাকা । সেই টাকা গুলো সুমন আলীকে মার ধর করে নিয়ে রাতে বেলায় পালিয়ে যায়। এখানে ২ শ জন মানুষ সাক্ষী আছে । আসামীদের নাম মোঃ এমরান হোসেন /উম্মে সানজিদা/রিফা আক্তার/ এদের কে ধরিয়ে দেযার জন্য অনুরোধ জানিয়েছেন সাংবাদিক সুমন আলী।
Leave a Reply