৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:৫৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ মোক্তার হোসেন,সৌদি আরবিয়াঃ
উচ্চারণ : ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।
لَبَّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ – اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لاَ شَرِيْكَ لَكَ
এই একটি ধ্বনি পৃথিবীর প্রত্যেক মুমিন মুসলমানদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু প্রতিবছর হাজারো লাখো মুমিন মুসলমানরা এই ধ্বনি নিয়ে হাজির হয় পবিত্র কাবা শরীফ মক্কা মুকারামায় পবিত্র হজ্জ ও উমরাহ পালনের উদ্দেশ্যে কিন্তু দুঃখজনক হলেও সত্য এ পবিত্র কাজ গুলো সঠিকভাবে পালন করার এবং করানোর ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকা পালন করে তারা হলো ট্রাভেল এজেন্ট বাংলাদেশে সরকার অনুমোদিত হজ্জ এবং ওমরা ট্রাভেল এজেন্ট যতগুলো আছে তার থেকেও বেশি অনুমোদিত ব্যাঙের ছাতার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ট্রাভেল এজেন্ট আছে এই ব্যাঙের ছাতার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা নাম মাত্র এজেন্সি গুলোর অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে ভুক্তভোগী অনেক বাংলাদেশী হাজীদের অনাকাঙ্ক্ষিত কষ্ট ভোগ করতে হয় এজেন্সি গুলোর এমন ব্যবহার মনে হয় যেন বাংলাদেশ থেকে তারা তাদেরকে ফ্রি কোন সেবা দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা বাংলাদেশী হজ ও ওমরা প্রত্যাশীদের যেভাবে লুণ্ঠন এবং শোষণ করছে তা পৃথিবীর অন্য কোন দেশে আছে মনে হয় না কেননা গত ৮ ই মার্চ ২০২৩ ইং ওমরা পালনের উদ্দেশ্যে স্বশরীরে সৌদি আরবিয়া থেকে যে অভিজ্ঞতা নিয়ে আসলাম তা আসলে অনেক বেদনাদায়ক শুধুমাত্র একমাত্র বাংলাদেশি হাজিরা ই এত কষ্ট করে কেননা কিছু সংখ্যক ট্রাভেল এজেন্ট গুলো তাদের কথা ও কাজের সাথে কোন মিল রাখে না কিন্তু অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে হজ ও ওমরার যে খরচ ও ব্যয়বহুল তা অনেকটা বেশি ।পার্শ্ববর্তী দেশ যাদের সাথে আমরা তুলনা করি আমাদের সবকিছু ইন্ডিয়া পাকিস্তান সেসব দেশের নাগরিকদের সাথে আলাপ এবং নিজ অভিজ্ঞতা যতটুক জানতে পারলাম তারা ওমরায় আসতে নামমাত্র কিছু টাকা ব্যয় করতে হয় সেবার দিক দিয়ে তারা অনেক উন্নত সেবা নিয়ে তাদের ওমরা কার্যক্রম সম্পাদন করে তারা তাদের দেশে ফিরে প্রকৃতপক্ষে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হলেও সব সময় ব্যয়বহুল এবং সিন্ডিকেট দের হাতে জিম্মি আমাদের সাধারণ জনগণ।
সাধারণ হাজীদের সাথে আলাপচারিতার মাধ্যমে জানতে পারলাম এবং তাদের মতামত যারা সামনে ওমরা পালানোর উদ্দেশ্যে সৌদি আরবিয়াতে আসবেন তারা যেন প্রকৃত সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট এবং সেবার মান সম্বন্ধে নিশ্চয়তা দিবে এমন ট্রাভেল এজেন্টের শরণাপন্ন হয় কেননা থার্ড পার্টি ব্যাঙের ছাতার মত হজ্জ ও উমরাহ এজেন্ট গুলো তাদেরকে কষ্ট দিবে এবং প্রতারণা করবে এবং করে যাচ্ছে।
তার জন্য তারা যেন ধৈর্য সহকারে এই পবিত্র কাজ সম্পাদন করার ক্ষেত্রে যারা ১০০% নিশ্চয়তা দিবে এমন ট্রাভেল এজেন্টের শরণাপন্ন হয় এবং তার পাশাপাশি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর ব্যবস্থা এবং মনোনিবেশ করবেন সাধারণ হজ ও ওমরা প্রত্যাশীদের যেন কোন কষ্ট না হয় তাদের কষ্ট যত টাকা নিয়ে দেওয়ার নাম করে কেউ যেন প্রতারণা করতে না পারে।
এই জন্য বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আইন করা দরকার।
Leave a Reply