১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১১:৩০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ সোহেল :
দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে। ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু তাই সারা দেশের ন্যায় ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ই জুলাই) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় তিনি পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক লিফলেট ও মশা নিধন স্প্রে দিয়ে বাজারের আশেপাশের সহ বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়, এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply