১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:৪৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
মুন্সিগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামে স্বামীর বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।গৃহবধূ লিপি আক্তার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী এবং উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিংগ্রামের নুরু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লিপি আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে যান। তাঁর ঘরে আসতে দেরি দেখে তাঁর সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়ে বাইরে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ছেলে-মেয়ের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদস্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সবা:স:জু-৪৫/২৪
Leave a Reply