1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
সেলিমের উত্থান ও চাঁদাবাজি - দৈনিক সবুজ বাংলাদেশ

১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সেলিমের উত্থান ও চাঁদাবাজি

সেলিমের উত্থান ও চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুর এক- সড়ক থেকে শুরু করে চারাবাগ পর্যন্ত সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে সেলিমের নিয়ন্ত্রিত লেগুনা। এসব লেগুনার অধিকাংশরই নেই প্রয়োজনীয় কাগজপত্র, নেই চালকের ড্রাইভিং লাইসেন্স। অধিকাংশ ক্ষেত্রেই লেগুনা চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোররা।

কে এই সেলিম

সেলিম মিয়া পিতা :মোহাম্মদ শামস উদ্দিন মিয়া
স্থায়ী ঠিকানা ৩১২/৪/s/২, লালকুঠি, মিরপুর এক, দারুস সালাম ঢাকা ১২১৬
গ্রাম:মোকশেদপুর, গোপালগঞ্জ
সেলিম মিয়া দারুস সালাম থানার শ্রমিক লীগের সভাপতি ছিলেন মিরপুরে সমস্ত লেগুনা গাড়ির চাঁদাবাজি করতো ডাইমেনশেন নামক ব্যানার মাধ্যমে, (যা এখনো চলমান)
অত্যন্ত দরিদ্র ফ্যামিলির থেকে বেড়ে উঠা সেলিম আজ শতকোটি টাকার মালিক হয়ে উঠেছেন মিরপুরের চাঁদাবাজির মাধ্যমে। সে দীর্ঘ একুশ বছর সেনাবাহিনীতে কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন লোকে মুখে শোনা যায় কোন এক অপরাধের কারণে সে সেনাবাহিনী থেকে চাকরিচিত হয়েছে,এবং তার বাবা ছিল সামান্য একজন গরুর দুধ বিক্রেতা কোনরকম সংসার চলত, বছরখানেক আগে ৭০/৮০ লক্ষ টাকা খরচ করে গ্রামের বাড়িতে করেছেন আলিশান অট্টালিকা করেছেন অনেক সহায় সম্পত্তি , ঢাকায় নিজস্ব ফ্লেট এবং সহায় সম্পত্তি। সেলিমর জন্মস্থান ফরিদপুরে উত্তর চন্ডী পদ্ধি গ্রাম,সালথা থানা, বছরখানেক আগে ফরিদপুর থেকে ভোটার আইডি কার্ড মাইগ্রেট করে গোপালগঞ্জে মোকসেদপুর নিয়ে আসেন বিগত সরকার আমলে গোপালগঞ্জের নাম ভাঙিয়ে চলতে শুরু করে এই সেলিম মিয়া, মুকসুদপুরে করেছেন অনেক সহায় সম্পত্তি, তিন ভাইয়ের মধ্যে সেলিম মিয়া বড়, বাকি দুই ভাইয়ের নামে করেছেন মুকসুদপুর সদর জসিমউদদীন প্লাজা দ্বিতীয় তালায় সোহেল ফ্যাশন নামে কয়েকটি কাপড়ের দোকান এবং মোটা অংকের টাকা বিনিয়োগ করেছেন মুকসুদপুর সদর খান প্লাজাতে ২য় তালায় ডান পাশে ক্লিনিকের ব্যবসায়।

২০১৬ সালে মিরপুরে ৮ হাজার টাকার বাসা ভাড়া নিয়ে থাকত এখন তার নিজের ফ্লাট, শশুর বাড়ি থেকে পেয়েছে আরো ২ টি ফ্লাট যা জোর করে নিয়েছে সে, বর্তমানে সে যে ফ্লাইটে থাকে তার চাঁদাবাজির টাকা দিয়ে কেনা এবং তার মূল্য প্রায় এক কোটি টাকা, বাসার ভেতরের ডেকোরেশনে খরচ করেছে ১ কোটি টাকা,২০২৩ সালের ট্রেক্স ফাইলে এই ফ্লাট টির মূল্য দেখিয়েছে অনেক কম, তার নির্দিষ্ট কোন ব্যবসা ট্যাক্স ফাইলে তিনি দেখাননি তাহলে এত টাকা এত সম্পত্তির মালিক হলো কিভাবে বর্তমানে তার আছে ১৪টি লেগুনা এবং একটি মোটর বাইক এগুলো তার ট্যাক্স উল্লেখ্য করেননি।

স্থানীয় লেগুনার গাড়ির মালিকগন বলেন বছরখানেক আগেও মিরপুর স্টাফ কোয়ার্টারে ৮ হাজার টাকার
বাসা ভাড়া নিয়ে থাকতো সেলিম, ২০১৭ সালে সেলিমের ছিলো দুটি গাড়ি ঢাকা মেট্রো ছ ১১-৩৭৮৫, ঢাকা ছ ১১-০৩৫৯ গাড়ি দিয়ে শুরু করেন তার চাঁদাবাজির যাত্রা মাসখানিকের মধ্যে গাড়ি হয়ে যায় ছয়টি বর্তমানে আছে ১৪ টি গাড়ি, ১২ টি গাড়ি কিনেছে আমাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদ নিয়ে, মিরপুর ডাইমেনশন ব্যানারে চলে ১৩০ টি গাড়ি প্রতিটি গাড়ি থেকে বারোশো টাকা করে চাঁদা দিতে হয় সেলিম কে, যা মাসে দাঁড়ায় ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা, যদি কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাহলে প্রশাসনের সাহায্যে গাড়িগুলো ডাম্পিংয়ে পাঠিয়ে দেয় এবং গাড়ি রাস্তায় চলতে দেওয়া হয় না। এতে তাকে সাহায্য করে তিনিটি থানা রূপনগর থানা/শাহাআলী থানা/দারুস সালাম থানা এবং বেশ কিছু টিআই ও সার্জেন্ট তারা প্রতি মাসে মোটা অংকের মাসোয়ারা নিয়ে থাকেন। ২০২৪ শে আগস্ট সরকার পতনের সাথে সাথেই তার যতগুলো গাড়ি ছিলো সবগুলো নিয়ে সে গা ঢাকা দিয়েছিল তার সঙ্গী সাথী ও কেউ ছিলনা কিছুদিন হলো আবার এসেছে তারা নতুন করে চাঁদাবাজি করতে।
সকল মালিকগণ ৮ বছর ধরে নির্যাতিত এবং নিপীড়িত এগুলোর পিছনে সকল ষড়যন্ত্রকারী এবং মাস্টারমাইন্ড হচ্ছে সেলিম,তিনি এক স্বর্গ রাজ্য গড়ে তুলেছিলেন যা এখনো তার নিয়ন্ত্রণে তার বাহিনী দিয়ে কোন ব্যক্তি চাঁদাবাজির ব্যাপারে কথা বললেই টাকার বিনিময় প্রশাসনকে ম্যানেজ করে হয়রানিমূলক মামলা দিয়ে অনেক পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, ছাত্র আন্দোলনের শুরু থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে নিরীহ ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এই সেলিম মিয়া যার প্রমাণ প্রত্যেকটি স্থানীয় মানুষের কাছে আছে,।

সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে বিভিন্ন ক্যাম্প থেকে আর্মিদের দিয়ে ফোন করে ভয় দেখিয়ে যাচ্ছেন সাধারণ লেগুনা গাড়ির মালিকদের, এমনই দুইজনের তথ্য পাওয়া গেছে একজন হলেন সাভার বিরুলিয়া মান্নান আরেকজন মিরপুর রাসেল, মান্নানকে কল দিয়েছিলো ১০/৮/২০২৪ রাত ১১ টায় এবং রাসেলকে কল দিয়েছে সাভার ক্যান্টনমেন্ট থেকে সার্জেন্ট মামুন
01769093634 কল দিয়ে দেখা করতে বলেন এবং মিরপুর মাজার রোডের অস্থায়ী আর্মি ক্যাম থেকেও কল দেওয়া হয় রাসেলকে স্থানীয় বাসিন্দা হয়েও তিনি কিছু বলতে পারছেন না, তিনি আরো বলেন আমাদের নাম্বার তারা পেল কিভাবে আমরা তো সাধারণ মানুষ আমাদের আর্মি ক্যাম্পে ডাকার কি আছে এবং এই চাঁদাবাজ সেলিমের সাথে সমন্বয় করে চলতে বলছে আর্মি থেকেই। যেখানে বাংলার মানুষ নতুন স্বপ্ন বুনছেন সেখানে আজও সেলিম মিয়া চেষ্টা করে যাচ্ছেন মিরপুরের চাঁদাবাজির নিয়ন্ত্রণ রাখতে তাই আমরা মালিকগণ ডাইমনশন ব্যানার খুলে ফেলার পরও সেলিম তার সন্ত্রাসবাহিনীদের দিয়ে ডাইমনশন ব্যানার জোরপূর্বক প্রত্যেকটি গাড়িতে লাগিয়ে দিয়ে চাঁদা দাবি করছে।
আমরা মালিকগণ একক সিদ্ধান্ত নিয়ে আমাদের গাড়ির ব্যবসা আমরা নিজেরা পরিচালনা করব এবং কোন ধরনের ব্যানারে আমরা থাকতে চাই না চাঁদাবাজীদের মিরপুরে কোন স্থান নেই সেলিম ও তার সন্ত্রাসী বাহিনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।

মিরপুরে লেগুলার চাঁদাবাজিতে যারা আছেন জাকির সিকদার যে কিছুদিন আগে এক অসহায় পরিবারের দুই ভাইয়ের নামে মামলা দিয়েছে দারুস সালাম থানায় সেলিমের কথায়, প্রতি মাসে জেলারের নাম বলে ১ হাজার টাকা গাড়ি প্রতি নিত জাকির। সুমন দেওয়ান,
সাগর সেলিমের বেতনভুক্ত ম্যানেজার যে
সমস্ত চাঁদার টাকা প্রতিদিন দুইবার করে বাসায় জমা দিয়ে আসে। আরো আছে শাহিন, আসাদ,রনি, ও মান্নান ২০২২ সালে চাঁদা তুলতে গিয়ে যাকে র‍্যাব হাতেনাতে ধরে দারুস সালাম থানায় সোপর্দ করে এই মান্নানকে যার মামলা এখনো চলমান। এগুলো সবাই বেতনভুক্ত কর্মচারী এগুলো সব কিছুর মাস্টারমাইন্ড সেলিম মিয়া,

বর্তমানে সেলিম মিয়া সালমান এফ রহমানের মত পাল্টে ফেলেছে তার ভোল ফেসবুকের প্রোফাইল পিকচার ও সমস্ত দলীয় ছবি পরিবর্তন করে সেজেছে দরবেশের সাজ বর্তমানে মিরপুরের গাড়ির চাঁদা নিয়ন্ত্রণ রাখতে ম্যানেজ করার চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রভাবশালী ব্যক্তিদের তাদের কাছে তিনি এখন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন অথচ ট্যাক্স ফাইলের ব্যবসায়ী কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ্য করেননি, এবং ট্যাক্স ফাইলে ২০ ভরি স্বর্ণের কথা উল্লেখ্য করা আছে, নাম প্রকাশে অনিচ্ছুক সেলিমের আত্মীয়-স্বজন জানান সে তো বিয়ে করেছে পালিয়ে আমরা যতটুক জানি, তেমন কোন বড় অনুষ্ঠানও হয়নি তাহলে এতো গুলো স্বর্ণ বিয়েতে গিফট পেল কিভাবে। ঢাকা, ফরিদপুর,ও গোপালগঞ্জ মিলে সম্পত্তি দেখিয়েছে দশ টিরও বেশি এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন সেলিমের বাবা বাজারে দুধ বিক্রি করতো আমি যতটুক জানি তেমন কোনো সহায়-সম্পত্তি ছিল না তাদের এত সম্পত্তি কিভাবে করেছে তা আমার জানা নেই।

লেগুনা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমরা গাড়ি রাস্তায় বের করলেই তাকে চাঁদা দিতে হয় চাঁদা না দিলে আমাদের উপরে নির্যাতন শুরু করে এবং পুলিশ দিয়ে গাড়ির ডাম্পিংয়ে পাঠিয়ে দেয় আমরা তো অসহায় আমরা কি করব।

ছাত্র সমাজ ও পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, চাঁদাবাজি বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে না। এই চাঁদার টাকা জোগাড়ের জন্য চালকরা বেপরোয় গাড়ি চালায়। যে কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা। আর গাড়ি চলার ক্ষেত্রে কমিশনিং সিস্টেম বন্ধ করতে হবে বলেও মত দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »