৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:৩৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাজউকের কর্মকর্তা
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুর রাজউকের জোন-৩/১ এ ইমারত পরিদর্শক হিসেবে সোলাইমান যোগদানের পরে যেনো অভিযোগের শেষ নাই, ভবন নির্মানে রাজউকের বিধি সম্মত নকশা, আউটডোর, ইনডোর, ভয়েট, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন বিধিনিষেধ পরিদর্শন করেন ইমারত পরিদর্শকরা আর এর কিঞ্চিৎ ত্রুটি বিচ্চুতি হলেই পরিদর্শকদের পোয়াবারো আর এমনই ত্রুটির সুযোগে ইমারত পরিদর্শক সোলাইমান মেহাম্মদপুর থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রাজধানী সহ আশপাশের এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও ইমারত বিধিমালার বাস্তবায়ন ও দেখভালের দ্বায়ীত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর কর্মকর্তাদের উপর কিন্তু কিছু কিছু অসাধু ও দুর্নিতীগ্রস্থ কর্মকর্তাদের জন্য এ দপ্তর আজ কলুষিত। এলাকায় রাজউক কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য আর দুর্নিতীর কারনে মালিকানাধীন বা ডেভেলপার কোম্পানির ভবন নির্মানে অনিয়ম চলছে বলে খবর পাওয়া যায় । তার মধ্যে ব্লক বি, বাবর রোড, মোহাম্মাদপুর, ১০ তলা নুরজাহান রোড, ৬ তলা ভবন বিইএমস ডেভলোপার্স লিমিটেড নুরজাহান রোড, ১০ তালা, উচ্ছেদকৃত ভবন সহ হামদান বিল্ডার্স লিমিটেড রাজিয়া সুলতানা রোডে বিভিন্ন ত্রুটি বিচ্চুতির কারনে রাজউক থেকে নোটিশ করে রাজউকের ম্যাজিস্ট্রেট সহ উচ্ছে করা হলেও পরবর্তীতে তা সোলাইমান ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহন করলে পূর্বের স্ট্রাক্সারেই ভবন নির্মানে হলেও তিনি তাতে আর বাধাঁ দেননি বলে তদন্ত সূত্রে খবর পাওয়া গেছে।
রাজউক কর্মকর্তাদের এসব ঘুষ বাণিজ্য আর দুর্নিতীর কারনে ভবন নির্মাতাদের অনিয়ম তদন্তে” আমার সময়ের” এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে বেশ কিছু প্রমানসহ তথ্য।
মোহাম্মদপুরের তাজমহল রোড নুরজাহান রোড, বাবর রোড সহ বিভিন্ন অঞ্চলে রাজউকের ভবন নির্মানের নিতীমালা মানা হয়নি অধিকাংশ মালিকানা বা ডেভেলপার কোম্পানির নির্মিত বা নির্মাণাধীন ভবনে, তার মধ্যে ডেভিয়েশন, রাস্তার প্রশস্ততা, ভবনের ইনডোর আউটডোরের অবকাঠামোর ব্যাতিক্রম করা হয়েছে বিভিন্ন ভবনে, রাজউকের প্ল্যান অমান্য করে নীচতলায় আবাসিক ফ্ল্যাট নির্মান সহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এমনকি কেউ কেউ আবার রাজউকের কোনো অনুমোদন ছাড়াই নির্মান করেছেন বহুতল ভবন।
পরিদর্শক সোলাইমানের বক্তব্য নিতে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি এমনকি হোয়াটস এ্যাপের ক্ষুদে বার্তায় জবাব চাইলেও কোনো জবাব দেননি।
(চলবে)
Leave a Reply