১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১১:০৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোহাম্মদ সেকান্দর তুহিন হাটহাজারী থেকেঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বখতিয়ার ফকির বাড়ির পুকুর থেকে ১১ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ও স্নেক রেসকিউ টিম বাংলাদেশ (এসআরটিবিডি) এর সহযোগিতায় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে এ সাপটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, ফতেপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বখতিয়ার ফকির বাড়ীর পুকুরে মাছ ধরার সময় স্থানীয় জৈনক ব্যাক্তির হাত জালে অজগর সাপটি আটকে গেলে পরে স্থানীয় ও এসআরটিবিডি এর সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের দৈর্ঘ্য ১১ফুট ওজন ১৩কেজি।পরে বনবিভাগের আওতায়ধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
Leave a Reply