৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:৩৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
হাটহাজারী ( চট্টগ্রাম )প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডেস্কটপ কম্পিউটার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপি। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো৷ শাহিদুল আলম।
ইউপি সদস্য শফিউল আজমের সঞ্চলনায় বক্তব্য রাখেন ধলই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুণ, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক প্রমুখ।
অনুষ্ঠান শেষে এলাকার ২১ জন দু:স্থ মহিলাকে একটি করে সেলাই মেশিন এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে একটি করে কম্পিউটার বিতরণ করা হয়।
Leave a Reply