২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ভোর ৫:৫৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ঢাকা কলেজ প্রতিনিধি: হাফ ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে মোমিতা বাসের হেলপার ও বাস ড্রাইভার কর্তৃক নির্মম হামলার শিকার হয়েছেন ঢাকা কলেজে অনার্স পড়ুয়া শিমুল নামের একজন শিক্ষার্থী। আহত শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ ফ্রেব্রুয়ারি) দুপুর ১.৩০ ঘটিকায় রাজধানীর শ্যামলী কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বলছেন ঢাকা কলেজের সামনে থেকে মোমিতা বাসে উঠলে হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের হেলপার হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কোম্পানী থেকে হাফ ভাড়া নেওয়া নিষেধ আছে বলে জানায় তারা। এক পর্যায়ে বাসের হেলপার ও ড্রাইভার তাকে বাসে থাকা লোহার রড দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে মারতে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয় পুলিশ বক্স্ব থাকা কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।
মোহাম্মাদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল লতিফ বলেন, আমরা বাসটির নাম্বার (ঢাকা-মেট্রে ১১-৮৮৩৫) সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আসামীদের গ্রেফতারে কার্যক্রম অব্যহত আছে। দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।
Leave a Reply