১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১:৩৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ আবুল কালাম আজাদ,হোমনা :
কুমিল্লার হোমনায় দৌলতপুর-১সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার একুশে সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় ছলিমউদ্দিন রাজিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর-১সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র এড মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এর পরিচালক মোঃ গোলাম মোস্তফা,
উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (সিডি) মোঃ ফছিহ্উর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা,আবুল খায়ের (সি এ এল টি) উপজেলা কাব লিডার,মোঃ আবুল কালাম আজাদ সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউট, হোমনা উপজেলা, মুক্তিযোদ্ধা মুমিনহক মোল্লা, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, ৮নং ইউপি ওয়ার্ড সদস্য মোঃ রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিগন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply